বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বাঞ্ছারামপুরে স্কুলশিক্ষার্থী হত্যাকারীদের গ্রেপ্তার দাবি 

বাঞ্ছারামপুর প্রতিনিধি

বাঞ্ছারামপুরে স্কুলশিক্ষার্থী হত্যাকারীদের গ্রেপ্তার দাবি 

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর সরকারি এসএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী জুনায়েদ সরকার ফাহাদের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। 

রোববার (১৭ নভেম্বর) উপজেলার বাঞ্ছারামপুর সরকারি এসএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।  মানববন্ধনে শিথিলের সহপাঠী, বন্ধু ও স্কুল শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। 

এ বিষয়ে সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে বাঞ্ছারামপুর সরকারি এসএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা বাঞ্ছারামপুর ইউএনও মোহাম্মদ আবুল মনসুরের বরাবর স্মারকলিপি প্রদান করেন। 

এ বিষয়ে শিথিলের সহপাঠী উম্মে হাফসা বলেন, আমার বন্ধু ফাহাদ সিথিলের হত্যার বিচারের দাবিতে আজ আমরা মানববন্ধন করেছি। শিথিলকে নির্মমভাবে হত্যায় যারা জড়িত রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। 

বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান বলেন, শিথিল একজন মেধাবী স্টুডেন্ট। তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ হত্যার সাথে যারা জড়িত রয়েছে তাদের বিচার দাবি করছি। 

এ বিষয়ে বাঞ্ছারামপুর ইউএনও মুহাম্মদ আবুল মনসুর বলেন, তাদের আশ্বাস দিয়েছি অপরাধী যদি অপরাধী হয়ে থাকে সে অবশ্যই শাস্তির আওতায় আসবে।

টিএইচ